মঙ্গলবার ০৭ জানুয়ারী ২০২৫

সম্পূর্ণ খবর

খেলা | অনবদ্য রক্ষণ, বছরের শুরুতে পয়েন্ট নিয়ে ফিরছে মহমেডান

Sampurna Chakraborty | ০৩ জানুয়ারী ২০২৫ ২১ : ৫৫Sampurna Chakraborty


মহমেডান - ০

নর্থ ইস্ট ইউনাইটেড - ০

আজকাল ওয়েবডেস্ক: বছরের শুরুতে একটু হাঁফ ছেড়ে বাঁচবেন আন্দ্রে চের্নিশভ। হারের গেরো থেকে বেরিয়ে অন্তত এক পয়েন্ট নিয়ে ফিরছে মহমেডান। পরপর জোড়া ম্যাচ ড্র। শুক্রবার গুয়াহাটির ইন্দিরা গান্ধী স্টেডিয়ামে নর্থ ইস্ট ইউনাইটেডের সঙ্গে গোলশূন্য ড্র হল। যদিও তাতে মহমেডানের টেবিলের অবস্থানে কোনও পরিবর্তন নেই। ১৪ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের লাস্টবয় সাদা কালো ব্রিগেড। অন্যদিকে সমসংখ্যক ম্যাচে ২২ পয়েন্ট সংগ্রহ করে তিনে উঠে এল নর্থ ইস্ট। ম্যাচের স্কোরলাইন দেখে খেলার গতিপ্রকৃতি বোঝা যাবে না। একাধিক গোলের সুযোগ পায় দুই দলই। বিশেষ করে নর্থ ইস্ট। ভুরিভুরি গোলের সুযোগ মিস করেন বেনোলির দল। হ্যাটট্রিক করতে পারতেন আলাদিন আজেরাই। তবে প্রশংসা করতেই হবে মহমেডানের রক্ষণের। এদিন অত্যন্ত সংগঠিত দেখায় সাদা কালোর ডিফেন্সকে। অতীতে একাধিকবার আক্রমনাত্মক ফুটবল খেলতে গিয়ে হেরে ফিরতে হয়েছে। তার থেকে শিক্ষা নিয়ে শুক্র রাতে এক পয়েন্ট নিয়ে ফিরতে পেরে সন্তুষ্ট হবেন আন্দ্রে চের্নিশভ। নৈতিক জয় মহমেডানের।‌ চূড়ান্ত হতাশ নর্থ ইস্টের কোচ। ম্যাচ শেষে নিজের দলের প্লেয়ারের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন‌ বেনোলি। 

নতুন বছরের শুরুটা ভাল করার চ্যালেঞ্জ ছিল মহমেডানের সামনে। ৪-৪-৩ ফরমেশনে দল সাজান রুশ কোচ। কিন্তু নর্থ ইস্টের বিরুদ্ধে প্রথমার্ধে পুরোপুরি কোণঠাসা হয়ে পড়ে কলকাতার প্রধান। কোনওরকমে বিরতিতে স্কোরলাইন গোলশূন্য রাখতে সক্ষম হয় আন্দ্রে চের্নিশভের দল। শুক্রবার গুয়াহাটির ইন্দিরা গান্ধী স্টেডিয়ামে প্রথম থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে বেনোলির দল। আলাদিন আজেরাইকে সামনে রেখে দল সাজান নর্থ ইস্ট কোচ। বিপক্ষের রক্ষণকে নাস্তানাবুদ করে ছাড়েন মরক্কোন‌ ফুটবলার। কিন্তু ফাইনাল থার্ডে ব্যর্থতা। একাধিক সুযোগ তৈরি হলেও গোল পায়নি নর্থ ইস্ট। মহমেডানের একমাত্র সুযোগ ম্যাচের ৪৪ মিনিটে। রক্ষণের সঙ্গে গোলকিপারের বোঝাপড়ার অভাবে গোল ছেড়ে বেরিয়ে আসেন গুরমীত সিং। কিন্তু ফাঁকা গোলে বল ঠেলতে পারেননি রেমসাঙ্গা। আজারেইয়ের পারফরম্যান্সে অখুশি দেখায় নর্থ ইস্ট কোচকে। প্রথমার্ধ শেষ হতেই মাঠেই মরক্কোনকে বোঝাতে শুরু করেন তিনি। 

বিরতির পরও প্রথমার্ধের পুনরাবৃত্তি। গোলের পর গোল মিস। শত চেষ্টা করেও সাদা কালোর রক্ষণের দেওয়াল ভাঙতে পারেনি নর্থ ইস্ট। ঘরের মাঠে জেতা ম্যাচে পয়েন্ট খোয়ায়। ম্যাচের ৪৬ মিনিটে পার্থিবের শট বাইরে যায়। তার কিছুক্ষণ পরে গুইলারমোর শট পোস্টে লাগে। দুই উইং দিয়ে লাগাতার আক্রমণে ওঠে ডুরান্ড জয়ীরা। কিন্তু গোলমুখ খুলতে পারেনি। দ্বিতীয়ার্ধের মাঝামাঝি জিতীনের শট বাইরে যায়। মহমেডানের সেরা সুযোগ ম্যাচের ৬১ মিনিটে। আলেক্সিস গোমেজের শট বাঁচায় গুরমীত। কাউন্টার অ্যাটাক থেকে বেশ কয়েকটা গোলের সুযোগ পায় আলেক্সিস, বিকাশ। কিন্তু কাজে লাগাতে পারেনি। শেষদিকে চেপে ধরে নর্থ ইস্ট। দুই দল মিলিয়ে দ্বিতীয়ার্ধে গোল লক্ষ্য করে প্রায় ২০টি শট নেওয়া হয়। তারমধ্যে সিংহভাগ শট আজারেই, নেস্টরদের। কিন্তু একটাও ফলপ্রসূ হয়নি। 

 


#Mohammedan Sporting#North East United#Indian Super League



বিশেষ খবর

নানান খবর

কী কী উপসর্গ দেখলে সতর্ক হবেন? #hmpvindia #HMPV #aajkaalonline #symptoms

নানান খবর

সামির চোট নিয়ে কেন এত ধোঁয়াশা!‌ বুঝতে পারছেন না প্রাক্তনরা...

রপকথার জয়ের রেশ উধাও, চ্যাম্পিয়ন্স ট্রফিতে রশিদ খানদের ম্যাচ বয়কটের জন্য চাপ ব্রিটিশ রাজনীতিবিদদের...

বিজিটিতে হারের পর এবার রোহিতদের কড়া বার্তা দিল মুম্বই ইন্ডিয়ান্স, আইপিএলে খেলতে হলে মানতে হবে এই নিয়মগুলি...

একসময়ের অস্ট্রেলিয়ার ম্যাচ উইনার, সেই প্রাক্তন তারকা এখন বেকার, চাকরির জন্য আবেদন লিঙ্কডইনে...

‘আমারই ভুল ছিল’, খোয়াজার আউটের পিছনে স্বীকার করলেন দোষ, বুমরার কাছে মাথা নোয়ালেন স্যাম কনস্টাস...

বর্ডার-গাভাসকর ট্রফিতে দর্শক সংখ্যা দেখে চক্ষু চড়কগাছ দুই প্রাক্তন তারকার...

দল নিয়ে পরীক্ষানিরীক্ষা চলছে, মুম্বইয়ের কাছে হারের পর বার্তা অস্কারের...

গাছে উঠে আত্মহত্যার চেষ্টা, সুয়ারেজের বুদ্ধিমত্তায় বাঁচল একটা জীবন ...

বছর শুরুতেই হোঁচট, ডার্বির আগে ঘরের মাঠে লড়াই করে হার ইস্টবেঙ্গলের...

বছর শুরুতেই হোঁচট, ডার্বির আগে ঘরের মাঠে লড়াই করে হার ইস্টবেঙ্গলের...

'১৭০-১৮০ রান করে ম্যাচ জেতা যায় না', সিডনিতে ভারতের হতশ্রী হার দেখে বলছেন সৌরভ...

'মানছি ভুল হয়েছে', বিজিটির পুরস্কার বিতরণে গাভাসকারকে না ডাকায় এবার ক্ষমা চাইল ক্রিকেট অস্ট্রেলিয়া...

ভারতও বিজিটি হারল, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অভিষেক করা এই ভারতীয় ক্রিকেটার অবসর নিলেন একই দিনে...

'জাতীয় দলে জায়গা তো এমনিই হবে', বিজিটিতে হারের পর নির্বাচকদের একহাত নিলেন গাভাসকার...

ভারত-অস্ট্রেলিয়া সিরিজ ভাঙল একশো বছরের পুরনো রেকর্ড, জেনে নিন ...



সোশ্যাল মিডিয়া



01 25